চাঁপাইনবাবগঞ্জে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা
চাঁপাইনবাবগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ভোট গ্রহণকারী কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষন কর্মশালা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে।
এতে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আনিছুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মো. আনোয়ারুল ইসলাম সরকার নির্বাচন কমিশনার, বিশেষ অতিথি ছিলেন মো. কে এম আলী নেওয়াজ অতিরিক্ত সচিব নির্বাচন কমিশন সচিবালয়, মো. আব্দুস সামাদ জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জ, মুহাম্মদ মোস্তফা হাসান উপপ্রধান (উপসচিব) ও প্রকল্প পরিচালক CBTEP প্রকল্প নির্বাচন কমিশন সচিবালয়, প্রকল্প The BALLOT & DRIP এর সহযোগিতায় ও জেলা নির্বাচন অফিসের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শহীদ সাটু হল অডিটোরিয়ামে আয়োজিত কর্মশালায় প্রিজইডিং অফিসার, সহকারি প্রিজাইডিং অফিসার , পোলিং অফিসার, সহকারি পোলিং অফিসারসহ ভোট গ্রহনকারী সংশ্লিষ্টারা অংশ নেন।
দিন ব্যাপী কর্মশালায় বক্তব্য রাখেন প্রধান অতিথি নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার, তিনি বলেন, আমি নিজে ৩২ বছর সককারী চাকরি করেছি এবং বিভিন্ন সময় নির্বাচনের দ্বায়ীতে থেকেও নিজের ভোট নিজে দিতে পারিনি এবার তা আর হবেনা এবার নির্বাচনে দ্বায়িত্বে থাকা সকল কর্মকর্তা সহ প্রবাসীরা ভোট দিতে পারবেন, এই নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন।