চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ একজন গ্রেফতার
শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে বিশ্বরোড মোড় থেকে গাঁজাসহ একজন গ্রেফতার
 
                                চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি: চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন শিমুলতলা বালুরচর এলাকার মৃত মাহাতাব মন্ডল আলীর ছেলে নুরুল ইসলাম বুধু (৫৫)
শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। ডিবি'র এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ ছাইদুল হাসান বিপিএম- পিপিএম সেবা এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম এর তত্ত্বাবধানে এসআই আসগর আলী পিপিএম এর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
শনিবার ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে সদর মডেল থানার বিশ্বরোড মোড় থেকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
