চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স

শনিবার থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স

চাঁপাইনবাবগঞ্জে দুই দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স

চাঁপাইনবাবগঞ্জের গ্রাম আদালতগুলোকে সক্রিয় করা হচ্ছে। গ্রাম আদালত পরিচালনাকারীদের দক্ষতা উন্নয়নে দেয়া হচ্ছে প্রশিক্ষণ। এজন্য তৈরি করা হচ্ছে প্রশিক্ষিত প্রশিক্ষক। তারই ধারাবাহিকতায় শনিবার থেকে শুরু হয়েছে ২ দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষণ কোর্স।

সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এ প্রশিক্ষণের আয়োজন করে।

বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প স্থানীয় সরকার বিভাগ-স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে এবং ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁওয়ের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, আপনারা যারা এ কোর্সের প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ নিয়ে যে জ্ঞান অর্জন করবেন, তারা প্রজ্ঞা, মেধা খাটিয়ে গ্রাম আদালত সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বোঝাতে পারবেন। প্রান্তিক মানুষের সমাজে চলতে গিয়ে সামান্য সমস্যা হতেই পারে। এটি কিভাবে গ্রাম আদালতের মাধ্যমে সহজ পদ্ধতিতে সমাধান পাবেন তা চেয়ারম্যান-মেম্বারগণকে বুঝিয়ে দিতে হবে। তিনি বলেন দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণের বিকল্প নেই। মানুষকে সম্পদে রূপান্তর করতে হলে দক্ষতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন। এজন্য চাই যথাযথ প্রশিক্ষণ ও কার্যকর ফলোআপ। এছাড়া গ্রাম আদালতকে শক্তিশালী করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন কাজ করছে বলে তিনি জানান।

প্রশিক্ষণে জেলার ৫ উপজেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, ৫ উপজেলার সকল উপজেলা সহকারী কমিশনার (ভূমি), ৫ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি), সকল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, সকল উপজেলা সমাজ সেবা কর্মকর্তা, সকল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তাসহ অংশগ্রহণ করেন।