চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১

চাঁপাইনবাবগঞ্জে আরও ১১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত বুধবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ১১

চাঁপাইনবাবগঞ্জে আরও ১১ জন নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৪ জন পুরুষ ও ২ জন নারীসহ ৬ জন, শিবগঞ্জে ১ জন নারী, গোমস্তাপুরে ১ জন পুরুষ ও ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষের দেহে ডেঙ্গু জ্বর শনাক্ত হয়।

বুধবার সিভিল সার্জন অফিসের প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৪২ জন এবং একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ৪১৮ জনকে। এর মধ্যে বুধবার ৭ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে এবং ১ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ছাড়পত্রপ্রাপ্তদের মধ্যে ৩৪২ জন পুরুষ এবং ৭৬ জন নারী রয়েছেন। বর্তমানে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে বিভিন্ন বয়সের ৫ নারীসহ ১৫ জন পুরুষ, শিবগঞ্জে ২ নারী ও ২ জন পুরুষ এবং গোমস্তাপুরে ও নাচোলে ১ জন করে পুরুষ এবং ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন পুরুষ রোগীসহ জেলায় ভর্তি রয়েছেন ২৪ জন রোগী।

নতুন করে আক্রান্তদের মধ্যে ১ জনের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার বটতলাহাট, ১ জনের চরমোহনপুর, ১ জনের রেহাইচর, ১ জনের দেবীনগরের হানাফিটোলা, ১ জনের শিবগঞ্জ উপজেলার চামাভান্ডার, ১ জনের শেখটোলা, ১ জনের কিরনগঞ্জ, ১ জনের রহনপুরের হানজুনপুর, ২ জনের ভোলাহাটের পোলাডাঙ্গা ও ১ জনের বাড়ি মুশরিভুজা গ্রামে।