কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক মার্জিনা হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত
আলোচনা ও দোয়ার আয়োজন করে কল্যাণী মহিলা সংসদ
চাঁপাইনবাবগঞ্জে কল্যাণী মহিলা সংসদের প্রতিষ্ঠাতা সম্পাদক মার্জিনা হকের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকেলে এ উপলক্ষে আলোচনা ও দোয়ার আয়োজন করে কল্যাণী মহিলা সংসদ।
কল্যাণী মহিলা সংসদের মার্জিনা হক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন- চাঁপাইনবাবগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের পত্নী মাহফুজা সুলতানা।
মাহফুজা সুলতানা তার বক্তব্যে বলেন, দেশ ও জাতি গঠনে বিশিষ্ট শিক্ষাবিদ মার্জিনা হকের যথেষ্ট অবদান রয়েছে। চাঁপাইনবাবগঞ্জের পিছিয়েপড়া নারীদের এগিয়ে নিতে তিনি নিঃস্বার্থভাবে কাজ করেছেন। তিনি বলেন, আমাদের বর্তমান সমাজে মানুষ নিজ পরিবার নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু মার্জিনা হক পরিবারের স্বার্থ বাদ দিয়ে নারীদের কল্যাণে কাজ করেছেন। মহান মুক্তিযুদ্ধেও তার অসামান্য অবদান রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
প্রধান অতিথি আরো বলেন, শিক্ষাবিদ মার্জিনা হক কল্যাণী মহিলা সংসদ প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজ আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারছি। শিক্ষায় যথেষ্ট অবদান রাখায় তিনি তিনবার জাতীয় শিক্ষা পদক পেয়েছেন। একজন নারী যে পরিবার সামলিয়ে সমাজের বিভিন্ন কাজ করতে পারে, মার্জিনা হক তার একটি উদাহরণ। তিনি বহু গুণে গুণান্বিত ছিলেন।
কল্যাণী মহিলা সংসদের সহসভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল ইসলামের পত্নী ডা. রেশমা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- কল্যাণী মহিলা সংসদের সম্পাদক গৌরী চন্দ সীতু, শাহ নেয়ামতুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক মাসুমা খাতুন। এছাড়া মার্জিনা হকের মেয়ে কল্যাণী মহিলা সংসদের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ডা. সালমা আরজুমান্দ বানুও বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন- কালেক্টরেট গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আহমেদ।
আলোচনা শেষে মার্জিনা হকের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।