চাঁপাইনবাবগঞ্জে শশুরের হাতে পুত্রবধূকে ধর্ষণ-শশুর গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

চাঁপাইনবাবগঞ্জে শশুরের হাতে পুত্রবধূকে ধর্ষণ-শশুর গ্রেফতার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জে ছেলের বউকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

রবিবার (১৩ জুলাই) সকালে র‌্যাবের পাঠানোর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে শনিবার (১২ জুলাই) রাত ১টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ডোবরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ জুন ভুক্তভোগীর স্বামী ও শাশুড়ি বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্ত শ্বশুর তার ছেলের বউকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণ করেন। পরে ভয়ভীতি দেখিয়ে আরও কয়েকবার ধর্ষণ করেন। পরে এ ঘটনা জানাজানি হলে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়। কিন্তু ভুক্তভোগী আপসরফা না করে গত ৭ জুলাই শিবগঞ্জ থানায় মামলা করেন। মামলার পর থেকে অভিযুক্ত শ্বশুর পলাতক ছিলেন। গ্রেফতারের পর ওই আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।