‎হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের হুঁশিয়ারি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক সংকট সমাধানে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

‎হবিগঞ্জে এনসিপি নেতা সারজিস আলমের হুঁশিয়ারি

স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতীক সংকট সমাধানে শাপলা প্রতীক দেওয়া না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

‎বৃহস্পতিবার রাত ৯টার দিকে হবিগঞ্জ পৌর টাউন হলে আয়োজিত সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

‎সংবাদ সম্মেলনে সারজিস আলম বলেন, বৈধ প্রক্রিয়া মেনেই এনসিপি প্রতীক চেয়ে আবেদন করেছে। কিন্তু নির্বাচন কমিশন এখনও কোনো আইনগত বা যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেনি কেন দলটিকে প্রতীক দেওয়া হবে না। তাঁর অভিযোগ, নির্বাচন কমিশন ব্যক্তি বা গোষ্ঠীর প্রভাবে প্রভাবিত হচ্ছেন।

‎তিনি বলেন, “আমরা শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবো। যদি প্রতীক না দেওয়া হয়, তবে আমাদের সমাধান হবে রাজপথে।

‎সারজিস আলম আরও জানান, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও সমমনোভাবাপন্ন আরও কয়েকটি দলের সঙ্গে আলোচনা চলছে। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাঁর ভাষ্য, দলের প্রধান লক্ষ্য আগামী নির্বাচনে শাপলা প্রতীক নিয়ে অংশগ্রহণ করা।

‎রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশে রাজনৈতিক হয়রানির অংশ হিসেবে মামলাবাজি চলছে। নিরপরাধদের হয়রানি বন্ধ না হলে এনসিপি প্রতিবাদে নামবে। একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, যারা হত্যা ও অত্যাচারে জড়িত তাদের বিচার ছয় মাসের মধ্যে করতে হবে।

‎নির্বাচন প্রসঙ্গে সারজিস আলম বলেন, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে যারা অংশ নিয়ে সুবিধা ভোগ করেছেন, আওয়ামী লীগ সরকারকে বৈধতা দিয়েছেন কিংবা ‘ফ্যাসিস্ট কাঠামোতে’ সহযোগিতা করেছেন, তাদের আগামী নির্বাচনে অংশ নেওয়ার অধিকার নেই। তিনি আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ক্ষেত্রে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার দাবি জানান।

‎আগামী জানুয়ারি বা ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের প্রসঙ্গ টেনে সারজিস আলম বলেন, “আমরা বিরোধিতা জানাইনি। এখানে আমরা জনগণকে গুরুত্ব দিচ্ছি। এ দেশের মানুষ গণহত্যার বিচার প্রক্রিয়ার রায় দেখতে চায়। জুলাই সনদের ভিত্তি তৈরি না হলে আমরা সংস্কারের কথা বলে লাভ নেই।

‎এর আগে সমন্বয় সভায় এনসিপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।