ভোক্তা অধিকারের অভিযানে নবীগঞ্জে এক বেকারিকে জরিমানা
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে শাহজালাল স্পেশাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
স্বপন রবি দাশ হবিগঞ্জ প্রতিনিধি:হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের ইমামবাড়ি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণের দায়ে শাহজালাল স্পেশাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট এ দণ্ড প্রদান করেন।
অভিযান চলাকালে দেখা যায়, শাহজালাল বেকারিটি অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করছে। খাদ্য তৈরিতে ফুড গ্রেড রঙের পরিবর্তে ইন্ডাস্ট্রি গ্রেড রঙ, মেয়াদোত্তীর্ণ তেল ও ডালডা ব্যবহার করা হচ্ছিল। পণ্যের গায়ে কোনো লেবেল, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখও ছিল না। এছাড়া কাপড়ের রঙ ও ক্ষতিকর অ্যামোনিয়াম ব্যবহারেরও প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারার আওতায় দণ্ডনীয় হওয়ায় শাহজালাল স্পেশাল বেকারিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে ঘটনাস্থলেই জরিমানার অর্থ আদায় করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম বলেন, “অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন ও ভোক্তা অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।




