কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে মিছিল
নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ওপর হামলা ও মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০১ আগস্ট) বিকেলে জেলা শহরের নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে একটি মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মিছিলটি বঙ্গবন্ধু মঞ্চের সামনে এসে মিলিত হয়।
পরে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে হত্যা ও মামলার ঘটনার প্রতিবাদ জানিয়ে প্রতিবাদী নৃত্য, জাতীয় সংগীত, রণসংগীত, দেয়াল লিখনসহ বিদ্রোহী কবিতা আবৃতি করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা জানান, কোটা সংস্কার আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর হামলা করে হত্যা করা হয়েছে। ইতোমধ্যে অনেক ছাত্রছাত্রী আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন। এছাড়া অধিকার চাইতে আসা শিক্ষার্থীদের নামে মামলা দিয়ে হয়রানির শিকার হচ্ছেন, অনেককেই গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতার প্রত্যেক শিক্ষার্থীদের মুক্তি ও শিক্ষার্থীদের নামে হওয়া মামলার প্রত্যাহার করতে হবে। এসময় এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ধরনের সহিংসতার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।