ঈশ্বরদীতে গাঁজার বালিশে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার 

পাবনা জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার

ঈশ্বরদীতে গাঁজার বালিশে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল পাবনা জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।

গ্রেফতারকৃত ব্যক্তি: কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা থানাধীন উত্তর কোমরপুর সুকান দিঘির পাড়ার মৃত আব্দুস সালাম আলীর ছেলে সাবেদ আলী (৪০) এবং একই জেলার ফুলবাড়ী থানাধীন কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন মৃত দুলাল আলীর ছেলে দেলোয়ার হোসেন পলাশ (২২)।

বুধবার(৩১ জুলাই )সকাল সাতটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়াড় রূপপুর গোলচত্তর কুড়িগ্রাম হতে যশোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মিনি পিকআপ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন দিয়াড় রূপপুর গোলচত্তর কুড়িগ্রাম হতে যশোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে একটি মিনি পিকআপ তল্লাশী করে সীটের পাশে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় 

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে