কুষ্টিয়া ডিবির অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার
কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ফেন্সিডিলসহ ১জন গ্রেফতার
কুষ্টিয়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৫১ বোতল ফেন্সিডিলসহ ১জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: পাবনা জেলার আটঘড়িয়া থানাধীন বাজামারা বেতিপাড়ার মৃত হোসেন সরদারের ছেলে মান্নান সরদার (৪৮)
কুষ্টিয়া জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,কুষ্টিয়া জেলা পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব,বিপিএএ,বিপিএম,পিপিএম(বার),অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতিপ্রাপ্ত নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুল হক চৌধুরী পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি পুলিশের এসআই রবিউল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার (২৪ ডিসেম্বর) সকালে দৌলতপুর থানাধীন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫১ বোতল ফেন্সিডিলসহ মান্নান সরদারকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।