বগুড়ায় এসআর ট্রাভেলস যাত্রীবাহী বাসে এম্পুল বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩ জন গ্রেফতার
বগুড়া জেলায় অভিযান চালিয়ে এম্পুল বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩জন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি) রাজশাহীর একটি চৌকষ দল বগুড়া জেলায় অভিযান চালিয়ে এম্পুল বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ (৩ জুন)গত রাত্রি দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় চেকপোস্ট বসিয়ে এসআর ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করে ৩ যাত্রীর কাছ থেকে ২৪০০ পিস এম্পুল বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: দিনাজপুর জেলার বিরামপুর থানাধীন দক্ষিণ দাউদপুর চন্ডিপুর এলাকার মৃত আবুল কালাম আলীর ছেলে এনামুল হক (৪৯), একই জেলার বিরামপুর থানাধীন উত্তর দাউদপুর ব্যাপারীপাড়ার মৃত ছবেদ আলীর ছেলে ইউনুচ আলী (৩৮),দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানাধীন আমবাড়ী এলাকার মতিয়ার রহমানের ছেলে আবুল কাশেম (২৫)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার বগুড়ার সদর থানাধীন বাঘোপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে এসআর ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশী করলে সিটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ২৪০০ পিস এম্পুল বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয় এবং ৩জন মাদক কারবারীকে আটক করা হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে