চাঁপাইনবাবগঞ্জের দুর্ধর্ষ ভটা চোরসহ পাঁচজন গ্রেপ্তার ও স্বর্ণালংকার এবং মাদক উদ্ধার
পুলিশের অভিযানে পৌর এলাকার পাঠানপাড়া ও শিবগঞ্জে বাসাবাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৫ জন গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে পৌর এলাকার পাঠানপাড়া ও শিবগঞ্জে বাসাবাড়ি থেকে চুরি হওয়া মালামাল উদ্ধারসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পিটিআই বস্তি বর্তমানে পুরাতন সিএন্ডবি ঘাট ফুলকুঁড়ি স্কুল পাড়ার দুলালের ছেলে আরিফুল ইসলাম ভটা (২৫), ভটার স্ত্রী শারমিন আক্তার (২৩), শিবগঞ্জ উপজেলার রসুলপুরের সমশের আলীর ছেলে ইব্রাহিম খলিল (৩০), তার ভাই ইউসুফ আলী (২৫) ও সদর উপজেলার মহারাজপুর লালাপাড়ার মৃত চন্ডি কর্মকারের ছেলে শ্রী দ্বীপক কর্মকার (৪১)।
১২ জুলাই শুক্রবার রাত পৌণে ১১ টার দিকে পুরাতন সিএন্ডবি ঘাট ফুলকুঁড়ি স্কুল পাড়ার একটি বাড়ি থেকে ভটা ও তার স্ত্রী শারমিন কে গ্রেপ্তার করা হয়। এ সময় ২৭ গ্রাম হেরোইন, ৫ টি হেরোইন সেবনের প্লাস্টিকের ছোট পাইপ, ১টি খালি ফেনসিডিলের বোতল,২টি গ্যাস লাইট ও ১ টি এ্যাপাচি আরটিআর মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
এদিকে গ্রেপ্তারকৃত আসামি ভটাকে নিয়ে ঐ রাতেই শিবগঞ্জ ও মহারাজপুর লালাপাড়ায় অভিযান চালিয়ে ইব্রাহিম, ইউসুফ ও দ্বীপক কর্মকারকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি স্বর্ণের চেইন ও দুটি আংটি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ভটা জানায়, পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়ায় দুরুল হোদার বাড়ি ও শিবগঞ্জে বিভিন্ন স্থান থেকে স্বর্ণালংকার চুরি করে দ্বীপক জুয়েলার্সের স্বত্বাধিকারীর কাছে বিক্রি করে। ভটা আরও স্বীকার করে সে দীর্ঘদিন ধরে শহরে মাদক হেরোইনের ব্যবসাও করে আসছিল।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম প্রেস ব্রিফিং এ জানান, গ্রেপ্তারকৃত ভটা চোর চুরির বিষয়ে বেশ পারদর্শী। বাসা বাড়ির ভেন্টিলেটর দিয়ে সে অনায়াসে বাসা বাড়িতে প্রবেশ করতে পারে। তার নামে ১৫ টি মামলা রয়েছে। তার স্ত্রী শারমিনের নামেও ৪ টি মামলা রয়েছে। তারা উভয়ই মাদকাসক্ত। মাদকের জন্যই তারা চুরির ঘটনা ঘটায়। সর্বশেষ পৌর এলাকার পশ্চিম পাঠানপাড়ায় দুরুল হোদার বাড়িতে ভটা ভেন্টিলেটর দিয়ে বাড়িতে প্রবেশ করে চুরি করে।
অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মো. জাহাঙ্গীর আলম আরও জানান,শুক্রবার রাতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান এর দিক-নির্দেশনায় এসআই আব্দুর রাজ্জাকের নেতৃত্বে এএসআই সামিউর রহমান,এএসআই মাহবুর রহমান, এএসআই নজরুল ইসলাম,এএসআই আব্দুল্লাহ আল মামুন,কনস্টেবল মতিউর রহমান ও আরিফা খাতুন সঙ্গীয় ফোর্স পুরাতন সিএন্ডবি ঘাট ফুলকুঁড়ি স্কুল পাড়ার একটি বাড়িতে অভিযান চালিয়ে মাদকসহ আসামি ভটা ও তার স্ত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান,ভটা চোর চুরি করে আসামি দুই ভাই ইব্রাহিম ও ইউসুফের মাধ্যমে ছত্রাজিতপুরে অবস্থিত স্বর্ণের দোকান দ্বীপক জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করত।
শিবগঞ্জে বাসা বাড়ি থেকে মালামাল ও পাঠানপাড়া থেকে চুরি হওয়া দুটি মোবাইল ফোন উদ্ধারে অভিযান অব্যাহত আছে বলেও জানান,অতিরিক্ত পুলিশ সুপার নবাবগঞ্জ সার্কেল মো.জাহাঙ্গীর আলম।