চাঁপাইনবাবগঞ্জে ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার
১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদসহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি
র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অভিযানে ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো.তরিকুল ইসলাম গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি জেলার শিবগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মৃত লাল মোহাম্মদের ছেলে।
রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানিয়েছে।ওই সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, মো. তরিকুল ইসলাম এনআই আইনে ১ বছরের সাজাপ্রাপ্ত এবং ২৬ লাখ ৫০ হাজার টাকা অর্থদ-সহ ৩টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তাকে ধরতে র্যাবের একটি গোয়েন্দা দল দীর্ঘদিন ধরে কঠোর গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছিল। তারই ধারাবাহিকতায় গত শনিবার রাত পৌনে ১১টার দিকে র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল জেলা শহরের বিশ^রোড মোড় এলাকায় অভিযান চালায়। অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।