চাঁপাইনবাবগঞ্জে দেশী মদসহ গ্রেপ্তার ২
চাঁপাইনবাবগঞ্জে দেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৫
চাঁপাইনবাবগঞ্জে ১১ বোতল দেশী মদসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নয়াগোলা মোড় এলাকার উত্তর ভবানীপুর থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রামের মৃত সাইফুদ্দিনের ছেলে মোজাম্মেল হক (৩৫) ও চাঁপাই মহিষপুরের মৃত ফারজান শেখের ছেলে মো. সবুজ শেখ (৪৫)।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর ভবানীপুরে কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়।
এসময় ১১ বোতল দেশী মদসহ মোজাম্মেল হক ও মো. সবুজ শেখকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে জেলার সদর থানায় মামলা করা হয়েছে।