শিবগঞ্জে ২০ লাখ টাকা মূল্যের ২টি স্বর্ণের বারসহ একজন গ্রেফতার
সোনামসজিদ ইমিগ্রেশনের পাশে বিজিবি চেকপোস্ট এলাকায় বিজিবি-কাস্টমসের যৌথ অভিযানে ২টি স্বর্ণের বারসহ একজন আটক
চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে ভারতে পাচারকালে ২০ লাখ টাকা মূল্যের ২৩৩ গ্রাম ওজনের ২টি স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। আটক ব্যক্তি শরিয়তপুর জেলার বড়কান্দি এলাকার রউফ মাতবরের ছেলে শাইন মাতবর।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশনের পাশে বিজিবি চেকপোস্ট এলাকায় বিজিবি-কাস্টমসের যৌথ অভিযানে ২টি স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়।
৫৯ বিজিবির রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, সোনামসজিদ ইমিগ্রেশন দিয়ে স্বর্ণ পাচারের সম্ভাবনা রয়েছে এমন নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনামসজিদ আইসিপিতে (চেকপোস্ট) কর্মরত বিজিবি সদস্যগণ ও কাস্টমস সদস্যগণ বাংলাদেশ থেকে ভারতে গমন করা পাসপোর্টধারী যাত্রীদের তল্লাশি চালায়। তল্লাশির একপর্যায়ে বাংলাদেশী নাগরিক শাইন মাতবরের কাছ থেকে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা স্বর্ণের বার ২টি জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।
৫৯ বিজিবি অধিনায়ক আরো জানান, জব্দ করা স্বর্ণের বারের মূল্য ২০ লাখ টাকা। এ ঘটনায় আটক শাইনসহ স্বর্ণের বার সোনামসজিদ কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
অধিনায়ক আরো বলেন, অস্ত্র, গোলাবারুদ, মাদক এবং চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষে সীমান্ত এলাকায় অপারেশনাল কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং বিশেষ নজরদারি জোরদার করা হয়েছে