সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার 

সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল সিরাজগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি: পাবনা জেলার আমিনপুর থানাধীন রঘুনাথপুর পশ্চিম পাড়ার কোবাদ শেখ ওরফে কুরাত আলীর ছেলে শহিদুল ইসলাম ওরফে কোহিনুর ওরফে নুরু (৩১)।

বুধবার(১৭ জুলাই )রাত্রি সাড়ে নয়টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে সিরাজগঞ্জ জেলার পামজাদপুর থানাধীন মাদলা নামক স্থানে হাটিকুমরুল হতে বাঘাবাড়ী ঘাটগামী পাকা এলাকায় অভিযান চালিয়ে একটি টাটা পিকআপ তল্লাশী করে সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাবনা জেলার আমিনপুর থানাধীন রঘুনাথপর পশ্চিম পাড়ায় এক তালিকা ভুক্ত মাদক কারবারী শহিদুল ইসলাম ওরফে কোহিনুর ওরফে নূরু এর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় তার তথ্যের ভিত্তিতে তাকে সঙ্গে নিয়ে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানাধীন মাদলা হাটিকুমরুল হতে বাঘাবাড়ী ঘাটগামী ট্যাংকলরি সমবায় ফিলিং স্টেশনে একটি টাটা পিকআপ তল্লাশী করলে সীটের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৪০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয় ।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে