চাঁপাইনবাবগঞ্জে হাটের জায়গা নষ্ট করে খাস জমিতে ঘর নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ

অস্থায়ী একসনা বন্দবস্ত দোকান লাইসেন্স বাতিল করে ঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবীতে চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

চাঁপাইনবাবগঞ্জে হাটের জায়গা নষ্ট করে খাস জমিতে ঘর নির্মানের প্রতিবাদে সড়ক অবরোধ

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের বারঘরিয়া হাটের পেরিফেরী সংলগ্ন, দষ্টিনন্দন পার্কের জায়গায় রানিহাটী মৌজার ১নং খাস খতিয়ানভূক্ত ১৯৮৫৭ নম্বর দাগের অংশে অস্থায়ী একসনা বন্দবস্ত দোকান লাইসেন্স বাতিল করে ঘর নির্মাণ কাজ বন্ধ করার দাবীতে চাঁপাই-সোনামসজিদ মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা।

সোমবার (১৯ মে) সকাল সাড়ে ১০টায় বারঘরিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের উদ্যোগে মহানন্দা ব্রীজের বারঘরিয়া চত্বরে ২ ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে ক্ষুদ্ধ জনতা।

এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ হারুনুর রশীদ। আরও বক্তব্য রাখেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোঃ নজরুল ইসলাম, বারঘরিয়া ইউনিয়নের সাবেক মেম্বার মোঃ আল আমিনসহ অন্যরা। বক্তারা, বারঘরিয়া হাটের স্থানে হাট বন্ধ করে দোকান ঘর নির্মানের কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে খাস খতিয়ানভূক্ত জায়গায় দোকানের লাইসেন্স বাতিল করে ঘর নির্মাণ কাজ বন্ধ করার জোর দাবী জানান।

এসময় বারঘরিয়া বাজারের সচেতন ব্যবসায়ীরা, ইউনিয়নের সাধারণ জনতা, বিএনপি ও অংঙ্গ সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সেনাবাহিনীর সদস্যরা সেখানে গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেন। বিষয়টি নিয়ে প্রশাসনের সাথে বসে সমাধানের আশ্বাসে সাময়িকভাবে অবরোধ তুলে নেয়া হয়। আন্দোলনকারীরা ২ দিনের আল্টিমেটার দিয়ে অবরোধ প্রত্যাহার করেন।

আগামী ২ দিনের মধ্যে নির্মাণ কাজ বন্ধ এবং আদেশ প্রত্যাহার করে নির্দশনা দেয়ার হুশিয়ারী দেন সাবেক সংসদ হারুনুর রশীদ। অন্যথায় বারঘয়িয়া হাটের এই জায়গা রক্ষায় স্থানীয়দের সাথে নিয়ে কঠোর আন্দোলনের কথাও বলেন বক্তারা। শেষে আন্দোলনকারীরা নির্মান কাজের প্রাথমিক কাজগুলো ভেঙ্গে ফেলে। পরে একই স্থানে ২০২৪ সালের অবৈধ নির্বাচনে সহায়তাকারী সহকারী রিটার্নিং অফিসার ও জনস্বার্থ বিরোধী কাজে জড়িত অফিসারদের অবিলম্বে প্রত্যাহারের দাবীতে সড়ক অবরোধ করে স্থানীয় জনতা।