নওগাঁয় বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
বাংলা টিভি ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :বাংলা টিভি ৯ম বর্ষে পর্দাপণ উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ১৯ মে সোমবার দুপুর ১২ টায় মুক্তির মোড় পার্ক ভিউ রেস্টুরেন্টের সেমিনার কক্ষে এর আয়োজন করে বাংলা টিভির নওগাঁ প্রতিনিধি আশরাফুল নয়ন।
জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো: ইবনুল আবেদীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব বায়োজিত হোসেন পলাশ, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য মাসুদ হাসান তুহিন, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি কায়েস উদ্দীন, সুশসনের জন্য নাগরিক সুজসের সভাপতি মোফাজ্জল হোসেন, যমুনা টিভির নিজস্ব প্রতিনিধি শফিক ছোটন, বরেন্দ্র রেডিওর অনুষ্ঠান প্রধান ও কথাসাহিত্যিক মাহফুজ ফারুক, সিনিয়র সাংবাদিক ও বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি ফেরদোস হোসেন প্রমূখ।
আলোচনা সভা শেষে অতিথিরা কেক কেটে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে , সফলতা কামনা করে।