নওগাঁর মান্দায় এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে চেয়ারম্যান- ইউপি সদ্যদের অভিযোগ
নওগাঁর মান্দায় এলজিইডি প্রকৌশলী সুমন মাহমুদ ও উপ-সহকারি প্রকৌশলী তারিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ
এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দায় এলজিইডি প্রকৌশলী সুমন মাহমুদ ও উপ-সহকারি প্রকৌশলী তারিকুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম-দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪-২০২৫ অর্থ নুরুল্যাবাদ ইউনিয়নে বিদ্যমান অনুন্নত হাট বাজারের উন্নয়ন, উন্নত হাট বাজারের উন্নয়ন প্রকল্পের কাজসহ বার্ষিক উন্নয়ন খ্যাতের (এডিপি) প্রকল্প কাজের জন্য পরিষদের নীতিমালানুযায়ী প্রাক্কলন কাজ বাস্তবায়ন করার জন্য গেলে উপজেলা প্রকৌশলীসহ উপসহকারি প্রকৌশলীদের দূর্ব্যবহার শিকার হয়ে থাকেন।যার ফলে পরিষদের উন্নয়ন কাজ বাস্তবায়নের জন্য নুরুল্যাবাদ ইউপি চেয়ারম্যানসহ সদস্যগণ বিভিন্ন সমস্যার সম্মুখীন ও হয়রানীর শিকার হচ্ছেন। প্রতিনিয়ত প্রকল্পের সভাপতি প্রকৌশলীদের হেনেস্তার শিকার হচ্ছেন তারা।
স্থানীয় সরকারের প্রকল্প বাস্তবায়ন পূর্বক কাজ করতে গেলে ভয়ভীতি প্রদর্শন করে প্রত্যেক প্রকল্পের সভাপতির নিকট থেকে ২-৩ হাজার টাকা আদায় করে নিচ্ছেন। শুধু তাই নয়,প্রকল্পের চুড়ান্ত বিল প্রস্তুত ও প্রদানের সময় শতকরা ১৫% হারে উপজেলা প্রকৌশলী জন্য ও শতকরা ১০% হারে "উপ সহকারি প্রকৌশলীর জন্য টাকা কর্তন করেন। এছাড়াও প্রকল্পের সভাপতিদেরকে কারিগরি সহায়তা না করে কাজে ভূল ধরে অতিরিক্ত কাজ করিয়ে নেওয়া হয়। সর্বশেষ চুড়ান্ত বিল প্রস্ততের সময় ফাইলে সহি করতে গেলে তারা বিভিন্ন ভাবে হয়রানী পূর্বক নীট বিল থেকে অতিরিক্ত টাকা কর্তন করেন। প্রকল্প কাজ শেষে হলে,কাজে ভুল ধরে নির্মিত কাজ ভেঙে ফেলার হুমকি প্রদান পূর্বক অতিরিক্ত টাকা আদায়ের কৌশল করেন। এভাবে পুরো উপজেলা জুড়ে স্থানীয় সরকারের বাস্তবায়িত সকল প্রকল্প কাজে ভুল ও অনিয়ম ধরেন। পরিশেষে চুড়ান্ত বিল প্রস্তুত ও প্রদানের সময় অতিরিক্ত টাকাসহ পার্সেন্ট কেটে নেন তারা। তাদের ক্ষমতা দেখিয়ে সকল প্রকল্প সভাপতিকে জিম্মি করে তারা ফায়দা লুটে নিচ্ছেন। তাদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হলে বেড়ে যায় আরো হয়রানী। তার মাশুল হিসাবে গুনতে হয় অতিরিক্ত টাকা।তাদের অনিয়ম বৈষমের কাছে সকল প্রকল্প সভাপতি জিম্মি ও অসহায় হয়ে পড়েছেন।
নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়দুর রহমান বলেন, এলজিইডির প্রকৌশলীদের বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। আমরা তাদের কারনে কাজগুলো সঠিকভাবে করতে পারিনা। নানাভাবে আমাদের হয়রানি করা হয়। বিষয়টির সুরাহা চাই।
এ ব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী সুমন মাহমুদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন- অভিযোগের বিষয়ে আমার জানা নেই। আমরা আমাদের দায়িত্ব সঠিক ও স্বচ্ছভাবে করার চেষ্টা করি। যদি আমাদের বিরুদ্ধে অনিয়ম অভিযোগ করা হয়ে থাকে তবে সেগুলো সঠিক নয়।
মান্দা উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) শাহ আলম মিয়া বলেন- নুরুল্যাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যরা একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।