নাচোলে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস্ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে

নাচোলে আধুনিক যন্ত্রের মাধ্যমে ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন

আবুল হোসেন, নাচোল চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কৃষি প্রণোদনার আওতায় ২০২৪-২৫ অর্থ বছরে বোরো ধানের সমলয়ে চাষাবাদে ব্লক প্রদর্শনী স্থাপনের নিমিত্ত কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস্ট্রান্সপ্লান্টার যন্ত্র দ্বারা ধানের চারা রোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২টার দিকে নাচোল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার সদর ইউনিয়নের পীরপুর সাহানাপাড়া বাঘরাইল ৯ নম্বর ব্লকে আনুষ্ঠানিক ভাবে ধানের চারা রোপনের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাচোল উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুন নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, ৭, ৮, ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য নাজিরা পারভীন।

এছাড়াও উপ-সহকারী সহকারী কর্মকর্তা আব্দুর রাকিব, রুহুল আমিন সহ কৃষি অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জানা গেছে রাইস্ট্রান্সপ্লান্টারের এর মাধ্যমে চারা রোপন করতে ড্রাইভার ছাড়া আর কোন শ্রমিক লাগে না। তবে ৬শত টাকা খরচে এক বিঘা জমিতে ধান লাগানো যায় বলে জানান রাইস ট্রান্সপ্লান্টার চালানো ড্রাইভার।

এ পদ্ধতিতে ধান বীজ রোপন করায় কৃষকদের সাশ্রয়ী হচ্ছে প্রতি একর জমিতে প্রায় ৩ হাজার টাকা। কৃষির বিপ্লব ঘটাতে নাচোলে ট্রেতে প্রথম বীজ তৈরি এবং রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ধান বীজ রোপন করা হয়েছে।

 কৃষি শ্রমিকের সংকটই কৃষকদের এই মেশিন ব্যবহারে প্রল্পুদ্ধ করছে বলে জানান, স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।