চুয়াডাঙ্গায় স্বামী প্রবাসে যাওয়ার ৩ বছর পর পুত্র সন্তান জন্ম দিলেন স্ত্রী
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বামী প্রবাসে যাওয়ার তিন বছর পর পুত্র সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন সাদিয়া আক্তার (ছদ্মনাম) নামের এক নারী।

মোঃ আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি:-চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় স্বামী প্রবাসে যাওয়ার তিন বছর পর পুত্র সন্তান জন্ম দিয়ে আলোচনায় এসেছেন সাদিয়া আক্তার (ছদ্মনাম) নামের এক নারী।
গত বৃস্পতিবার (২৯ মে) দুপুরে প্রবাসীর স্ত্রী পুত্র সন্তান জন্ম দিলে তা মূহূর্তের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি এলাকায়জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।এদিকে, ভুক্তভোগীর নারীর দাবি, এই পুত্র সন্তানের বাবা আলমডাঙ্গা পশুহাটের স্বর্ণা মেডিসিন কর্ণারের মালিক কালিদাসপুর গ্রামের আব্দুল কাদের সবুজ।ভুক্তভোগীর পরিবারের সুত্রে জানা গেছে, প্রায় ৩ বছর আগে আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামের মৃত আইজাল হোসেনের ছেলে প্রবাসী কালু ওরফে উন্জিলের সাথে ওই নারীর বিবাহ হয়। বিয়ের কিছুদিন পর কালু মালয়েশিয়াতে চলে যান। কালু বিদেশে যাওয়ার তিন বছর পর তার স্ত্রী পুত্র সন্তান জন্ম দিয়েছেন।ভুক্তভোগী নারী জানান, তার স্বামী প্রবাসে চলে যাওয়ার বছর খানে পর পরিচয় হয় কালিদাসপুর ইউনিয়নের ঝড়োর ছেলে আব্দুল কাদের সবুজের সাথে। সবুজ আলমডাঙ্গা পৌর এলাকার লালব্রিজ সড়কের পশুহাটে স্বর্ণা মেডিসিন কর্ণাণের মালিক। তার সাথে পরিচয় হওয়ার পর থেকে তারা ঘনিষ্ঠ হতে শুরু করে। একপর্যায়ে সবুজ গত বছর তাকে বিয়ে করেছে বলেও দাবি করেন তিনি।ভুক্তভোগী নারী আরও জানান, তার গর্ভবতী হওয়ার ঘটনাটি সবুজ সবই জানে। সবুজ তাকে বলে আমার স্ত্রী তালাক হয়ে গেছে। বৃহস্পতিবার হাসপাতালে নিয়ে আসার পরই তার সাথে কথা হয়েছে। শিশুটি জন্মগ্রহণ করার পর থেকে সবুজ অস্বীকার করতে শুরু করেছেন। এখন আর সবুজ কল রিসিভ করছে না। করলেও অন্য কেউ পরিচয় দিচ্ছে।তিনি আরও জানান, সবুজ আমাকে বিয়ে করেছে। এই ছেলের পিতা সবুজ। সে তাকে পশুহাটের ওষুধের দোকান থেকে কাগজে স্বাক্ষর করিয়ে বিয়ে করেছেন।
হাসপাতালের অন্যান্য রোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার দুপুরে তার বোন হাসপাতালে নিয়ে আসেন। পুত্র সন্তান জন্ম দেয়ার পরই তাকে রেখে বোন চলে যান। নবজাতক শিশুকে নিয়ে সে একাই হাসপাতালে রয়েছে। অন্যান্য রোগীর পোশাক ও খাবার খেয়ে দিনপার করছে নবজাতক শিশু ও তার মা। নবজাতক শিশুকে নিয়ে ভূক্তভোগি মা পড়েছেন অথৈ সাগরে। কি করবেন কিছু বুঝতে পারছেন না।এদিকে এলাকাবাসী জানান, গতকাল শুক্রবার সকালে নবজাতকের মা সন্তান নিয়ে বাবার বাড়ি আসলে প্রতিবেশীদের রোষানলে পড়ে। তারা সন্তানের পিতৃ পরিচয় জানতে চাই ও এলাকা থেকে বিতাড়িত করে। সন্তান প্রসবকারী নারীর ৩ বছর আগে স্বামী বিদেশে গিয়েছে। সে উৎশৃংখলভাবে চলাফেরা করতেন।