দুমকীতে হেরোইনসহ আটক-১
পটুয়াখালীর দুমকী উপজেলাধীন পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ৭০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকী উপজেলাধীন পায়রা সেতুর টোল প্লাজা এলাকা থেকে শুক্রবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে ৭০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জ জেলার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আটক যুবকের নাম মোঃ মাশরাফ আলি (২০)।
তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার নরেন্দ্রপুর, ৫ নম্বর ওয়ার্ড এলাকার সফিকুল ইসলামের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল টোলপ্লাজায় অভিযান চালায়। অভিযানে নেতৃত্ব দেন এসআই আমিনুল এবং এএসআই সাইদুল, সঙ্গীয় ফোর্সসহ। অভিযানে ধৃত ব্যক্তির কাছ থেকে উদ্ধার করা হয় আনুমানিক ৭ লক্ষ টাকা মূল্যের হেরোইন।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন জানান, “ধৃত ব্যক্তি হেরোইন পাচারের সঙ্গে জড়িত একটি চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।