চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল পুনরায় শুরু
চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ঢাকা ও চট্রগ্রাম রুটে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল থেকে ঢাকা ও চট্রগ্রাম রুটে বাস চলাচল শুরু হয় বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
শ্রমিক ইউনিয়নের সভাপতি বলেন, পরিবহন শ্রমিকেরা যে দাবিতে কর্মবিরতি পালন করছিলেন, সেসব দাবি মেনে নেওয়া হয়েছে। যার ফলে চাঁপাইনবাবগঞ্জ থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
বাস চালক ও শ্রমিকরা জানান, বেতন বৃদ্ধির দাবিতে সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে কর্মবিরতি শুরু করেন তারা। যার ফলে ঢাকা ও চট্টগ্রাম রুটের বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ কর্মবিরতি পালন করছিলেন দূরপাল্লার বাসের চালক,চালকের সহকারী ও সুপারভাইজাররা।
বাসচালক, চালকের সহকারী ও সুপারভাইজাররা বলেন, ‘‘গত ১৫ বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা ও চট্টগ্রাম রুটে আমাদের বেতন বাড়ানো হয়নি। সেজন্য একজন বাস চালককে ১ হাজার ৩৫০, সুপারভাইজারকে ৫৭০ এবং হেলপারকে ৫৩০ টাকা দেন বাস মালিকেরা। এ টাকায় আমাদের জীবনযাপন কষ্টসাধ্য হয়ে পড়েছে। দফায় দফায় বাস মালিকদের সঙ্গে বসেও সমস্যার সমাধান হয়নি।
২১ সেপ্টেম্বর শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষের বসার কথা ছিল। কিন্তু হঠাৎ করে সেই তারিখ পরিবর্তন করে মালিক পক্ষ। এতে হতাশ হয়ে শ্রমিকেরা কর্মবিরতির ডাক দেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, ‘‘বাস চালক ও সংশ্লিষ্টদের দাবির প্রেক্ষিতে বাসের মালিকপক্ষ ঢাকায় বৈঠক ডাকেন। আমার যারা শ্রমিক নেতা আছি, তাদের ডাকে ঢাকায় গিয়েছিলাম। মালিক পক্ষ ও শ্রমিক নেতাদের আলোচনায় বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন।