চাঁপাইনবাবগঞ্জে জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভিবিডি ইফতার
ইফতার আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবকরা
সারাবছর সেচ্ছাসেবকদের বিভিন্ন কাজে ব্যস্ততা থাকে নিজেদের শ্রম,চিন্তাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নকল্পে কাজ করে থাকে এবং সেচ্ছাসেবকদের কাজ করতে প্রয়োজন হয় একে অপরের মাঝে বন্ধন। নানান গল্পে জরিয়েও তাদের মাঝে ক্লান্তি নেই।
সারাদেশে প্রতিবারের মতো ন্যায় এবারও ইফতার আয়োজন করে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলার সেচ্ছাসেবকরা।
চাঁপাইনবাবগঞ্জ জেলা নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে বিকেল থেকে ইফতারে জেলার সেচ্চাসেবকগণ ইফতারে অংশ নেয়।এ সময় উপস্থিত ছিলেন জেলার বোর্ড মেম্বার মোউসুফা জান্নাত,শামসুজ্জামান,আব্দুল আহাদ কমিটি মেম্বার আমানুল্লাহ আমান,নুর আফরা,রিফাত হাসান,রিদয় আলম সাধারণ মেম্বার আসির আবরার,সীমা খাতুন,আল মারুফ,জাহিদ,রাবেয়া,বাশরি,হুমায়রা,শিশির,ফিদেসহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ইফতারের মাধ্যমে ভাতৃত্ববোধসহ পরস্পর সহযোগিতা আরও বাড়বে বলে বিশ্বাসী তারা।স্কুল কলেজ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি সামাজিক কাজে যুক্ত থাকার জন্য এই প্রতিষ্ঠান আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য যে ভলান্টিয়ার ফর বাংলাদেশ জাগো ফাউন্ডেশনের যুব সংগঠন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) বাংলাদেশের বৃহত্তম সেচ্ছাসেবী সংগঠন।
জাগো ফাউন্ডেশন দরিদ্র,এতিম শিশুদের নিয়ে কাজ করে। আর ভিবিডি বিভিন্ন সামাজিক উন্নয়ন,শিক্ষা, স্বাস্থ্য,জলবায়ু ছাড়াও এসডিজি বাস্তবায়নে সারা দেশ জুড়ে কাজ করছে। বাকী ৬৩ জেলার মত চাঁপাইনবাবগঞ্জেও ২০২২ সাল থেকে কাজ করে যাচ্ছে।