অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়ে বিতর্কে চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে।

ক্রাইম রিপোর্টার:চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। মহারাজপুর ফিলটেরহাট এলাকার আবাসিক এলাকায় তিন ফেজ লাইনের মাধ্যমে অবৈধভাবে সংযোগ স্থাপনের অভিযোগ করেছেন এলাকাবাসী।
অভিযোগ সূত্রে জানা গেছে, জমির প্রকৃত মালিক মোসাঃ পরিজা ইসলামের অজ্ঞাতসারে মো. রুহুল আমীন নামের এক ব্যক্তি পল্লী বিদ্যুৎ অফিসের কিছু কর্মকর্তার সহায়তায় বাণিজ্যিক স্থাপনের চেষ্টা করছেন। এ নিয়ে ভুক্তভোগী পক্ষ মহারাজপুর পল্লী বিদ্যুৎ অফিসে লিখিত অভিযোগ দিলেও কাজ চলমান রয়েছে বলে অভিযোগ করেন তারা।
ভুক্তভোগীর দাবি, বিতর্কিত জমিটি তার বৈধভাবে ক্রয়কৃত সম্পত্তি। কিন্তু রুহুল আমীন সেখানে জোরপূর্বক দখল করে স্থাপনা নির্মাণ করছেন এবং বাধা দিলে হত্যার হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ ওঠে। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর জরুরি সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
রুহুল আমীন ও তার ভাই মুকুলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তারা কথা বলতে অনিচ্ছা প্রকাশ করেন।
এ বিষয়ে মহারাজপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এ. জি. এম.), শেখর চন্দ্র সাহার সঙ্গে কথা হলে তিনি জানান, সংযোগ প্রদান প্রক্রিয়া আপাতত স্থগিত করা হয়েছে এবং কাগজপত্র যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে কাগজপত্র যাচাইয়ের আগেই থ্রি-ফেজ লাইনের সংযোগ কেন দেওয়া হলো — এ প্রশ্নের সঠিক কোনো উত্তর দিতে পারেননি তিনি।
চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক (জি.এম) হাওলাদার মোঃ ফজলুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো কিছুই জানেন না বলে জানান। এদিকে,পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।