নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুন্ডু'র বিদায় সংবর্ধণা
নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সনাতন একতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু'র অবসরজনিত বিদায় সংবর্ধনা
 
                                নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও সনাতন একতা সংঘের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু'র অবসরজনিত বিদায় সংবর্ধনা হয়েছে।
শনিবার নবাবগঞ্জ সরকারি কলেজের মনিমুল হক ভবনে সনাতন একতা সংঘের উদ্যোগে এই সংবর্ধনা সভা সনাতন একতা সংঘের সভাপতি অনুরাগ কুমার সাহা'র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের সদ্য বিদায়ী অধ্যক্ষ প্রফেসর ড. শংকর কুমার কুন্ডু।
বিশেষ অতিথি ছিলেন নবাবগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) প্রফেসর ড. মাযহারুল ইসলাম তরু, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধনঞ্জয় চ্যাটার্জী। বক্তব্য রাখেন, নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সরস্বতী পূজা কমিটির আহবায়ক গোলাম মোস্তফা, কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মোঃ জামাল উদ্দিন, আইসিটি বিভাগের সহকারি প্রোগ্রামার অহেদুল ইসলাম, সনাতন একতা সংঘের সাধারণ সম্পাদক ত্রিসন্ধ্যা রানী, সনাতন একতা সংঘের উপদেষ্টা নিতাই চন্দ্র কর্মকার, সৌমেন সাহা, রিপন সরকার, সনাতন একতা সংঘের প্রাক্তন সভাপতি শুভশীল, সনাতন একতা সংঘের প্রাক্তন সভাপতি সৌরব দাস ও দিপিকা পাল।
 
                        



 
    
             
    
             
    
             
    
             
    
             
    
             
    
 
    
 
    
 
    
 
    
 
    
                                        
                                     
    
 
    
 
    
 
    
