জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলন
দ্বাদশ নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আব্দুল ওদুদ এমপি
চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. আব্দুল ওদুদ এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আওয়ামী লীগের জন্য এবং আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী নির্বাচনে আমাদের জিততেই হবে। তা না হলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র রুখে দিয়ে আগামী দ্বাদশ নির্বাচনে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। এজন্য সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এই সরকারের উন্নয়নের খবরা-খবর মানুষের বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হবে, একাজে মা-বোনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
রবিবার জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।
বেলা ১১টায় চাঁপাইনবাবগঞ্জ ক্লাব হলরুমে অনুষ্ঠিত সম্মেলনে আব্দুল ওদুদ আরো বলেন- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন সদস্য স্বাধীন দেশটাকে গড়ে তুলছিলেন, তখনই তাঁকে সপরিবারে হত্যা করে উন্নয়নের ধারাকে রুদ্ধ করে দেয়া হয়। পরে জিয়াউর রহমান ‘হ্যাঁ’ ‘না’ ভোটের নামে চুরির ভোট করে প্রেসিডেন্ট হন। তারপর আবার সামরিক শাসক হুসেইন মোহাম্মদ এরশাদ ৯ বছর এবং ৯০-৯৬ ও ২০০১-২০০৬ বিএনপি জামায়াত ক্ষমতায় ছিল। কিন্তু তারা দেশের জন্য কি করেছে? উল্লেখযোগ্য কিছুই করেনি। পক্ষান্তরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ২০০৮ সালে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর থেকে সাধারণ মানুষকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় এনে বিভিন্ন ধরনের ভাতা দিচ্ছেন, দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা যেন স্কুলে যায় সেজন্য উপবৃত্তি দিচ্ছেন, পদ্মা সেতুসহ আওয়ামী লীগের আমলে যেসব উন্নয়ন হয়েছে তা আপনাদের সবারই জানা, সবারই দেখা। এই চাঁপাইনবাবগঞ্জেও তিনি ব্যাপক উন্নয়ন করে দিয়েছেন। তারপরও আপনাদের ভুলের কারণে ২০১৮ সালের নির্বাচনে আমরা নৌকার বিজয় ছিনিয়ে আনতে পারিনি। কিন্তু এবার আর সেই ভুল করা যাবে না। এবার নৌকার প্রার্থীকে নির্বাচিত করতে হবে।
অ্যাডভোকেট রবিউল ইসলামের সভাপতিত্বে সম্মেলনের জাতীয় সংগীত পরিবেশনের সঙ্গে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন এবং ফেস্টুন, বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী সায়ীদুর রহমান।
প্রথম অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন- সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ আজগর লস্কর। বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিন, আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. সাইফুল আলম মানিক ও আওয়ামী মৎস্যজীবী লীগ রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক।
অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি ডা. গোলাম রাব্বানীসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সম্মেলন সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
পরে একই জায়গায় দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে পরামর্শ করে অ্যাডভোকেট রবিউল ইসলামকে সভাপতি ও আশফাকুর রহমান রাসেলকে সাধারণ সম্পাদক করে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
৭১ সদস্য বিশিষ্ট জেলা মৎস্যজীবী লীগের পূর্ণাঙ্গ কমিটি আগামী ২০ দিনের মধ্যে সম্পন্ন করে কেন্দ্রীয় কমিটিতে জমা দেয়ার জন্য সভাপতি সাধারণ সম্পাদককে নির্দেশ দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।