চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তুহিনের লিফলেট বিতরণ
৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছে।

মো:সামিরুল ইসলাম গোমস্তাপুর প্রতিনিধি: ৪৪চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামের পক্ষে লিফলেট বিতরণ করা হয়েছেবৃহস্পতিবার রহনপুর পৌরএলাকার বিভিন্ন স্থানে এই লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লক্ষে লিফলেট বিতরণ করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। প্রথমে তারা স্টেশনপাড়াস্থ তুহিনের অফিস থেকে শুরু হয়ে, নুনগোলা, মকরমপুর, খয়রাবাদ, প্রসাদপুর, তাহের নগর, পিড়াশন, বহিপাড়া, কলেজমোড়সহ রহনপুর পৌরএলাকার বিভিন্ন স্থানে লিফলেট ও পথসভা করে।
লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন আলিনগর ইউনিযন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুনিরুল ইসলাম মুনি, বিএনপি নেতা ফিরোজ,সুমন, রুবেল আলি,নাসিম আলি, কাওসার জামান,যুবদল নেতা মাহবুল আলম, জয়, রাসেলসহ অন্য নেতাকর্মীরা। লিফলেট বিতরণকালে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালামকে এই আসনে বিএনপি প্রার্থী হিসাবে চান তারা।