গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্যানিটেশন সুবিধা উঠান বৈঠক ও চাবি বিতরণ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্যানিটেশন সুবিধার বিশেষ বরাদ্দ: ২০২৪-২০২৫ অর্থবছর (সেমিপাকা টয়লেট নির্মাণ প্রকল্পের) উঠান বৈঠক ও উপকারভোগীদের চাবি বিতরণ করা হয়েছে
গোমস্তাপুর প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের স্যানিটেশন সুবিধার বিশেষ বরাদ্দ: ২০২৪-২০২৫ অর্থবছর (সেমিপাকা টয়লেট নির্মাণ প্রকল্পের) উঠান বৈঠক ও উপকারভোগীদের চাবি বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফের) অর্থায়নে ও অগ্রদূত বাংলাদেশ, রহনপুর, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জের বাস্তবায়নে।
বিতরণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অগ্রদূত বাংলাদেশ গোমস্তাপুর এর সভাপতি ফাতেমা খাতুন,এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, উপজেলা সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য অধিদপ্তর শাহাদুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ পরামানিক, স্বাগত বক্তব্য দেন, অগ্রদূত বাংলাদেশ এর নির্বাহী পরিচালক ইয়াহিয়া খান রুবেল,সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ।
এ সময় উপকারভোগীরা জানান,"আজ আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। টয়লেট গুলো আমাদের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আর স্বাস্থ্যগত সমস্যা নিয়ে চিন্তা করতে হবে না।
আমরা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই, যারা এই টয়লেট গুলো নির্মাণ করে আমাদের জীবনকে সহজ করে দিয়েছেন।




