মান্দায় জমি জবর দখলের চেষ্টা; প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলছাত্র ও এক নারীসহ আহত-৩

নওগাঁর মান্দায় মাইন্দাকোলা বিলের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলছাত্র ও এক নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে

মান্দায় জমি জবর দখলের চেষ্টা; প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলছাত্র ও এক নারীসহ আহত-৩

রতন স্টাফ রিপোর্টার নওগাঁ: নওগাঁর মান্দায় মাইন্দাকোলা বিলের জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের অতর্কিত হামলায় স্কুলছাত্র ও এক নারীসহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

উপজেলার ৮ নং কুসম্বা ইউনিয়নের বড়বেলালদহ গ্রামের মাইন্দাকোলা বিলে এ ঘটনা ঘটে। এঘটনায় প্রতিকার চেয়ে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বড় বেলালদহ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য,বারবার কারা নির্যাতিত যুবদল নেতা শান্ত মোল্লা ।

অভিযোগকারী যুূবদল নেতা শান্ত মোল্লা জানান, বড়বেলালদহ মৌজার ১৬৩ নং খতিয়ানের ১৬১৬ দাগে ৩ একর৪৬ শতাংশ জমিতে খননকৃত পুকুরে তারা দীর্ঘদিন যাবৎ মাছ চাষ করেন। অথচ,বড়পই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে বাবুল হোসেন (৪৭) এবং বড়বেলালদহ গ্রামের ফজলুর ছেলে ওহাব (৩৫) সহ ৮/১০ জন রাজনৈতিক মহলের প্রভাব খাঁটিয়ে গত ৫ আগষ্টের পর থেকে অধ্যবধি তা জবর দখলের পায়তারা চালিয়ে আসছিলেন। এর আগেও আওয়ামী ছত্রছায়ায় তাদের পুকুরটি জোরপূর্বকভাবে জবর দখলের চেষ্টা করেন মাছা বাবুল ও ওহাব গং । এরই জের ধরে গত ২৭ মার্চ বিকেল সাড়ে ৪ টার দিকে ওই পুকুর পারের বেশকিছু গাছ কর্তন করেন প্রতিপক্ষের লোকজন। এসময় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার ভাই সাদেকুল ইসলাম (৪০),ছেলে সিয়াম (১৫) এবং মা সামেনা (৫৬) ঘটনাস্থলে গিয়ে প্রতিপক্ষের লোকজনকে নিষেধ করায় পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র (হাসুয়া-লাঠি ) দিয়ে তার ভাই ও ছেলের উপর অতর্কিত হামলা চালায় এবং তার মাকে শ্লীলতাহানি করেন । এতে তার ভাই,ছেলে এবং মা আহত হন। এরপর স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়ে দিয়েছেন। এদের মধ্যে তার মা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এরপরেও তারা সেখানে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন। এমতাবস্থায় তারা এ জঘন্যতম ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সুষ্ঠু বিচার দাবি করেন।এর আগে ঘটনার দিন হামলাকারীরা তার ভাই এবং ছেলের দু'টো স্মার্ট ফোন ছিনিয়ে নেয় বলে জানিয়েছেন তিনি। এতে তাদের লক্ষাধিক টাকার ক্ষতিসাধিত হয়। অপরদিকে  প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন তারা।

কুসুম্বা ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিল মোর্শেদ চৌধুরী বলেন,দলীয় প্রভাব খাঁটিয়ে কারো জমি জবর দখল করার কোন সুযোগ নেই। যদি কেউ এমনটি করে থাকে তবে তার দায়ভার নিজেকেই নিতে হবে। বর্তমান প্রেক্ষাপটে অন্যের জমি দখলকারীদের দলে কোন স্থান নেই। সুতরাং সে যেই হোক না কেনো,কাউকে ছাড় দেয়া হবে না। কেউ অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে। এরজন্য যা যা করা দরকার তিনি তা করবেন বলেও জানিয়েছেন।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।