নওগাঁয় সাপের কামড়ে জামাইয়ের মৃত্যু

নওগাঁর মহাদেবপুর উপজেলা দিনযাওন গ্রাম শশুর বাড়িতে বেড়াতে এসে সাপের কামরে জামাইয়ের মৃত্যু হয়েছে

নওগাঁয় সাপের কামড়ে জামাইয়ের মৃত্যু
প্রতীকী ছবি

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :নওগাঁর মহাদেবপুর উপজেলা দিনযাওন গ্রাম শশুর বাড়িতে বেড়াতে এসে সাপের কামরে জামাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার রাতে খাবার শেষে স্বামী-স্ত্রী ঘুমিয়ে পড়লে ঘরের ভেতরে ঢুকে থাকা বিষধর সাপ সানোয়ারের কপালে কামড় দেয়, সঙ্গে সঙ্গে সানোয়ার জেগে উঠে বিষয়টি পরিবারের সবাইকে জানান। পরে তাকে দ্রুত মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

তৎক্ষণিক পরিবারের সদস্যরা তাকে রাজশাহী নেয়ার পথে নিয়ামতপুর উপজেলার ছাতড়া বাজার এলাকায় মৃত্যুবরণ করেন তিনি।

মৃত সানোয়ার হোসেন নিয়ামতপুর উপজেলার বেনিপুর গ্রামের ফুল মুহাম্মদের ছেলে পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে প্রেমে আবদ্ধ হয়ে মহাদেবপুর উপজেলার দিনযাওন গ্রামের এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সানোয়ার। গত দুই দিন ধরে তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।