নওগাঁয় জোর পূর্বক পুকুর দখল করে পাড় খননের অভিযোগ
নওগাঁয় জোর পূর্বক অন্যের পুকুর দখল নিয়ে সেই পুকুরের পাড় খনন করে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : নওগাঁয় জোর পূর্বক অন্যের পুকুর দখল নিয়ে সেই পুকুরের পাড় খনন করে মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়ন এর বাচারীগ্রামের। ঘটনাটি নিয়ে ভুক্তভোগী ব্যক্তি পুলিশ প্রাশাসনের নিকট একাধিকবার সুরাহা চেয়েও কোন প্রতিকার পাচ্ছেন না। প্রশাসনের নিষেধাজ্ঞা সত্বেও দেদারসে ভেকু মেশিন দিয়ে খনন কাজ অব্যহত রেখেছেন প্রভাবশালীরা।
যাদের বিরুদ্ধে অভিযোগ তারা হলেন- নওগাঁ চকদেব মহল্লার গোলাম সারোয়ার তুহিন ও তার ছেলে গোলাম সিফাত। এবং ডাক্তারের মোড় এলাকার আস্তাকিনের ছেলে মো. নাঈম।
খোঁজ নিয়ে জানা যায়, নওগাঁ সদর উপজেলার বাচারিগ্রামের আতোয়ার রহমান তরফদার ও মজিবর রহমান স্বত্ব দখলীয় তফসীল সম্পত্তি এসএ খতিয়ান নম্বর-৫৩১ আর এস-৪৯৮, সাবেক-১৪২৮, হাল-১৬৩৯ দাগে দীর্ঘদিন যাবৎ পুকুর চাষবাস করে খাচ্ছেন। আতোয়ার রহমান তরফদার মারা যাবার পর তার ছেলে আসলামুজ্জামান পলাশ ও অন্য ভাইবোন উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছেন। তারা সকলেই প্রায় ঢাকায় বসবাস করার সুযোগ নিয়ে গত ৫ই আগষ্টের পর হঠাৎ করে অভিযুক্ত গোলাম সারোয়ার তুহিন ও তার ছেলে গোলাম সিফাত পুকুরে মাছ ধরা সহ পুকুরে পোনা মাছ ছেড়ে পুকুরটি দখল নেওয়ার পায়তারা করেন। অন্যদিকে রাতের আঁধারে ভেকু মেশিন দিয়ে পুকুরের পাড় কেটে পুকুর বৃদ্ধি করার চেষ্টা করেন। পুকুরের প্রকৃত মালিক পলাশের লোকজন মাটি কাটার খবর পাইয়া ঘটনাস্থলে গিয়া আসামীগণকে মাটি কাটা কাজে বাঁধা প্রদান করলে আসামীগণ ক্ষিপ্ত হইয়া তাদের উপর দলবল সহ সন্ত্রাস বাহিনী দ্বারা মারপিট ও খুন জখম করার চেষ্টা করলে তারা প্রাণের ভয়ে ঘটনাস্থল থেকে চলে যান।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী পলাশ এসিল্যান্ড ও থানা পুলিশকে জানালে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে কোনরুপ কাজকর্ম হতে বিরত থাকার নির্দেশ দেন। কিন্তু অভিযুক্ত ব্যক্তিরা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে খনন কাজ চলমান রাখেন।
স্থানীয় বাসিন্দা বজলুর রশিদ, ডাক্তার আব্দুল খালেক,শাহাজাহান আলীসহ বেশ কয়েকজন বলেন, পুকুর ও জায়গা আসলামুজ্জামান পলাশদের পৈতৃক সম্পত্তি কিন্তু বেশ কিছুদিন থেকে গোলাম সারোয়ার তুহিন ও তার ছেলে গোলাম সিফাতসহ বেশ কয়েক দখল করেছে। পুকুর পাড়ের মাটি কেটে নিয়ে যাচ্ছে। এটা তো মহা অন্যায়। এটার বিচার হওয়া উচিত।
ভুক্তভোগি আসলামুজ্জামান পলাশ বলেন, এই সম্পত্তি আমাদের দীর্ঘদিন যাবৎ আমাদের ভোগদখলে রয়েছে। জমির সকল কাগজপত্রগুলোও আমাদের নামে। কিন্তু তারা জোরপূর্বক দখল করার চেষ্ঠা করছে। পুকুর দখল নিয়ে মাটি কাটছে। প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও সুরাহা পাচ্ছিনা। সঠিক বিচার ও সুরাহা চাই আমরা।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গোলাম সারোয়ার তুহিন বলেন, ওটা আমার বাপ দাদার পুকুর ৯০ সাল থেকে আমরা ভোগ দখল করে খাচ্ছি। এখন যখন পুকুর সংষ্কার করতে গেছি তখন তারা বাধা দিচ্ছে। পুকুরের সকল ডকুমেন্ট আমাদের আছে। আর এস খতিয়ান মুলে তারা দাবি করছে। আরএসটা ভুলে তাদের নামে হয়েছে এটার সংশোধনীর জন্য আদলতে মামলা চলমান রয়েছে। এটা নিয়ে থানায়, কোটে একাধিকবার বসা হয়েছে তারা আমাকে কাজ বন্ধ রাখতে বলেছে। তারপর হতে আমি খনন কাজ বন্ধ রেখেছি।
নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি ) নূরে আলম সিদ্দিকী বলেন, অভিযোগ পাওয়ার পুকুর পাড় খনন করতে নিষেধ করা হয়েছিল। যদি আবার পুকুর পাড় খনন করে তবে যে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।