নওগাঁয় নবীন বরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ‘নবীন বরণ-২০২৫’ ও একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে

নওগাঁয় নবীন বরণ ও পাঠদান কার্যক্রমের উদ্বোধন

এ.বি.এস রতন স্টাফ রিপোর্টার :ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে ‘নবীন বরণ-২০২৫’ ও একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে । সোমবার দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য, মান্দা উপজেলা বিএনপির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহ্বায়ক এম এ মতীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও গণেশপুর ইউ’পি চেয়ারম্যানশফিকুল ইসলাম বাবুল চৌধুরী।অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ খালেনুর বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, সহ-সভাপতি এ.কে.এম নাজমুল হক নাজু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাহী সদস্যডাঃ ইকরামুল বারী টিপু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ও গভর্নিং বডির সদস্য শামসুল ইসলাম বাদল, সাংগঠনিক সম্পাদক এ্যাড. কুমার বিশ্বজিৎ সরকার, গভর্নিং বডির শিক্ষক প্রতিনিধি এনামুল হক, সহ-প্রধান শিক্ষক অনুপ কুমার এবং সহকারী শিক্ষক ডিএম আব্দুল মালেক প্রমূখ।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গভর্নিং বডির সভাপতি প্রফেসর মাইনুর রহমান। সঞ্চালনায় ছিলেন ইংরেজী বিষয়ের সিনিয়র প্রফেসর রোকনুজ্জামান, ইসলাম শিক্ষা বিষয়ের সিনিয়র প্রফেসর আবুল ইকরাম মোঃ নাসির উদ্দিন, গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের সিনিয়র প্রফেসর জান্নাতুন নাইস।

অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল ও ডায়েরি দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি শিক্ষক-অভিভাবক ও অতিথিদের উদ্দেশ্যে শিক্ষামূলক দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।