ভারতে নবীজিকে নিয়ে কটূক্তি করায় নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

ভারতে নবীজিকে নিয়ে কটূক্তি করায় নওগাঁয় বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার নওগাঁঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টায় শহরের মুক্তির মোড় ছাত্র সমাজ ও স্থনীয় এলাকাবাসীর উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। 

এসময় ‘নারায়ে তাকবীর,আল্লাহু আকবার,নবীর দুশমনের গালে গালে,জুতা মারো তালে তালে,সাবিলুনা কাবিলুনা, আল জিহাদ, আল জিহাদ, বিশ্বনবীর অপমান, ‘সইবে না রে মুসলমানসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। এছাড়াও মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘বিশ্বনবী আমার প্রাণ, তাইতো আমি মুসলমান,আল্লাহর এই দুনিয়ায়, ‘শাতিমে রাসুলের (সা) ঠাঁই নাই,নবীর আদেশে চলবো, সব জুলুমাত রুখবো,বিশ্বনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয়, মুনাফিক তুমি নবীজির দুশমনসহ বিভিন্ন পোস্টার দেখা যায়। 

মো: সজ্জাত হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো: আব্দুল্লাহ তিনি বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (স:) কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। 

মো: আতিকুর রহমান সুমন বলেন, রাসুলুল্লাহ (স:) পৃথিবীর ১৭০ কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তাঁর অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো।

বক্তারা এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানায়।