চাঁপাইনবাবগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর ও ফকিরপাড়া বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় গঠিত টাস্কফোর্স।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেহাইচর ও ফকিরপাড়া বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় গঠিত টাস্কফোর্স।

অভিযানে মাদক সেবনের দায়ে ৬ জনকে অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে। এসময় ৯০ গ্রাম গাঁজা জব্দ করা হয়েছে।বহস্পতিবার বিকেলে এই অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, বৃহস্পতিবার টাস্কফোর্স দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের রেহাইচর ও ফকিরপাড়া বস্তি এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
অভিযানে মাদক সেবনের দায়ে ৬ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ফকিরপাড়ার মন্টু আলীর ছেলে মো. হাসান আলী (৪৬)কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, রেহাইচর মহল্লার শ্রী নেপাল কর্মকারের ছেলে শ্রী কাজল কর্মকার (৩৭) ও রেহাইচরের মো. মিজানুর রহমানের ছেলে মো. হারুন (৩৫)কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড এবং আজাইপুরের মৃত মোহতারেম আলীর ছেলে মো. মোহাইমেনুল ইসলাম (৩৪) ও রেহাইচরের মৃত আমির ছেলে মো. মাহবুব (৩)কে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে অর্থদণ্ড, শিবতলার মৃত আমিনুল ইসলামের ছেলে মো. নাদিম হোসেন (৫১)কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির আহমেদ রোবেল এই দণ্ড প্রদান করেন।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও উপপরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান পৃথকভাবে প্রসিকিউশন দাখিল করেন।




