নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের র্যালী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার প্রস্তুতি সভা
নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে
তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার( ৬ জানুয়ারি) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ র্যালী অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালীটি শেষ হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অপরদিকে তারুণ্যের র্যালীর পর উপজেলা পর্যায়ে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা আয়োজনের লক্ষ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মেহেদী হাসানের সভাপতিত্বে সরকারি দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন স্কুল ও কলেজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।