বেড়েছে শীতের সবজির সরবরাহ-কমছে না দাম
কুমিল্লার বুড়িচং উপজেলা বিভিন্ন বাজারগুলোতে বাড়ছে সবজির সরবরাহ কিন্তু কমছেনা দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবধরনের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ভোক্তরা।কিন্তু-হিতেবিপরীত।
মোঃ আবদুল্লাহ বুড়িচং:কুমিল্লার বুড়িচং উপজেলা বিভিন্ন বাজারগুলোতে বাড়ছে সবজির সরবরাহ কিন্তু কমছেনা দাম। শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করায় সবধরনের সবজির দাম কমবে বলে ধারণা করছেন ভোক্তরা।কিন্তু-হিতেবিপরীত।

(বৃহস্পতিবার) ২০ নভেম্বর উপজেলায় বিভিন্ন ঘুরে দেখা গেছে সবজির বাজারে, বেগুন ৭০-৮০ টাকা, করলা ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, পটোল ৪০-৫০ টাকা, লালশাক ২৫-৩০ টাকা, পালংশাক টাকা, লাউ শাক ৪০-৫০ টাকা কেজি, কুমড়া ৫০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৫০-৬০ টাকা, লাউ প্রতি পিচ ৭০-৮০ টাকা পিচ দরে, টমেটো ১০০ টাকা কেজি, শিম ১০০ টাকা কেজি, ফুলকপি ১ পিস ৩০-৪০ টাকা, কাঁচামরিচ মানভেদে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ৮০-৯০ টাকা দরে এবং রসুন ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
বাজারে ব্রয়লার মুরগি ১৬০-১৮০ টাকা কেজি দরে এবং লেয়ার ২৬০-২৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মাছের বাজারে রুই আকারভেদে ২৫০-৩০০ টাকা, ভেটকি মাছ আকারভেদে ৫০০-৬০০ টাকা কেজি, চিংড়ি ৬০০-১০০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া ১৬০-১৮০ টাকা, পাবদা ৩৫০-৫০০ টাকা দরে, পাঙাশ ১৬০-১৮০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

কংশনগর বাজারের জাফর মিয়া ও ভরাসার বাজারের সাইফুল ইসলাম সবজি ব্যবসায়ী বলেন, অনেক সবজির দাম বাড়তি ছিল। আমরা আগে বাড়তি কিনেছি নতুন সবজি বাজারে আসার পরও আমরা দাম কমাতে পারছিনা, আশা করি কিছুদিনের ভিতরেই বেশিরভাগ সবজির দাম কমবে। তবে শীতকালীন সবজির দাম কিছুটা বেশি। শীতকালীন সবজি আরও আসতে শুরু করলে দাম নাগালে আসবে।



