শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ স্মরণে সুন্নী মহাসম্মেলন
কুমিল্লার বুড়িচং উপজেলা ভারেল্লা উঃ ইউনিয়ন রামচন্দ্র পুর মাওঃ সুলতান আহাম্মদ রেজভী সাহেবের বাড়িতে গত ১ ডিসেম্বর সোমবার শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ স্মরণে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলা ভারেল্লা উঃ ইউনিয়ন রামচন্দ্র পুর মাওঃ সুলতান আহাম্মদ রেজভী সাহেবের বাড়িতে গত ১ ডিসেম্বর সোমবার শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী শাহ স্মরণে সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা আলহাজ্ব সিরাজুল আমিন রেজভী সুন্নী আল-ক্বাদেরী, গদ্দিনশীন পীর সাহেব রেজভীয়া দরবার শরীফ, নেত্রকোনা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটি এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মোবারক হোসেন জালালী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, বাতেলের আতঙ্ক, লাকসাম।
বিশেষ বক্তাঃ মাওলানা নাজিম উদ্দীন রেজভী সুন্নী আল-ক্বাদেরী,আহলে সুন্নাত ওয়াল জামাতের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আশেকে রাসুল, রেজভীয়া দরবার শরীফের খলিফা,বি- বাড়িয়া।
সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা সুলতান আহাম্মদ রেজভী সুন্নী আল ক্বাদেরী, রামচন্দ্রপুর।সুন্নী মহাসম্মেলন পরিচালনা করেন মোহাম্মদ আব্দুল মোমেন রেজভী।
ওয়ায়েজিনে হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ তাজুল ইসলাম রেজভী সুন্নী আল- ক্বাদেরী, মনোহরপুর,মাওঃ রবিউল হাসান রেজভী সুন্নী আল- ক্বাদেরী, ময়নামতি, মাওঃ নেয়ামত উল্লাহ রেজভী সুন্নী আল- ক্বাদেরী,দক্ষিণ শ্যামপুর,মাওঃ আব্দুল মুমিন রেজভী সুন্নী আল- ক্বাদেরী, দক্ষিণ শ্যামপুর,মাওঃ হাফেজ আনোয়ার হোসেন, রেজভী সুন্নী আল- ক্বাদেরী, ময়নামতি, মাওঃ তোফায়েল আহম্মদ রেজভী, হরিণধরা,ময়নামতি।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব, ইদ্রিস আলী রেজভী, কো- চেয়ারম্যান রেজভীয়া দরবার শরীফ, এড. এমদাদুল ইসলাম রেজভী,মহাসচিব - রেজভীয়া দরবার শরীফ, কাজী এমরানুল ইসলাম রেজভী, কো- চেয়ারম্যান রেজভীয়া দরবার শরীফ, মোহাম্মদ খলিলুর রহমান রেজভী,সভাপতি কুমিল্লা জেলা রেজভীয়া দরবার কমিটি, মোহাম্মদ আবুল খায়ের রেজভী, সাধারণ সম্পাদক - কুমিল্লা জেলা রেজভীয়া দরবার কমিটি, ডাঃ মাহমুদুল ইয়াছিন রেজভী,মোঃ আবুল কাশেম,রেজভী অলুয়া, খাদেম মোস্তফা রেজভী, মোঃ শামসুল হক রেজভী, মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া রেজভী,মোঃ হারুন মাষ্টার রেজভী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ আব্দুল মালেক রেজভী, মোঃ সফিকুল ইসলাম হারেজ রেজভী, মোঃ আবেদ হোসেন বাদল রেজভী,ডাঃ খোরশেদ আলম রেজভী, মোঃ মুফিজুল ইসলাম রেজভী, বীরমুক্তিযোদ্ধা শামসুল হক, মোহাম্মদ বোরহান উদ্দিন রেজভী, মোহাম্মদ জাবেদ হোসেন রেজভী,মোহাম্মদ আব্দুর রশিদ রেজভী, মোহাম্মদ মোতাহের হোসেন রেজভী, মোহাম্মদ নোয়াব আলী রেজভী, মোহাম্মদ সেলিম ভূঁইয়া রেজভী, বিশিষ্ট সমাজ সেবক মোঃ নজির আহম্মেদ, মোঃ সুরুজ মিয়া নুরনগরী দরবার শরীফ, সাবেক ইউপি মেম্বার মোঃ আলমগীর হোসেন রামচন্দ্রপুর, মোর্শেদ মেম্বার পশ্চিম সিংহ,ইউপি মেম্বার মোঃ সেলিম, মোঃ মিজানুর রহমান, মাওঃ আব্দুর কাদির , ডাঃ জসিম উদ্দিন, গাজী রুহুল আমিন, মোঃ ইকবাল হোসেন রেজভী,মোঃ জালাল উদ্দিন, কাজী মোঃ আজিজুর রহমান, মোঃ গিয়াস উদ্দিন, মোঃ খলিলুর রহমান, হবু সরদার রামচন্দ্রপুর, শরীফ ব্যবসায়ী রামচন্দ্রপুর।



