চাঁপাইনবাবগঞ্জে বিজয় দিবস উপলক্ষে শোভাযাত্রা
চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই শোভাযাত্রার আয়োজন করে
চাঁপাইনবাবগঞ্জে মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় জেলাশহরের পুরাতন স্টেডিয়াম থেকে বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
‘স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ক্রীড়াঙ্গন’ এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা এই শোভাযাত্রার আয়োজন করে। দেশব্যাপী ক্রীড়াঙ্গনের কর্মসূচির অংশ হিসেবে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি প্রবীণ ক্রীড়া সংগঠক বীর মুক্তিযোদ্ধা মো. রুহুল আমিনের নেতৃত্বে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন ছোটকা, কোষাধ্যক্ষ বদিউজ্জামান বুধু, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, ক্রীড়া সংগঠক ও জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান আব্দুল হাকিম, ক্রীড়া সংগঠক সালামত হোসেনসহ জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি ও ক্রীড়াবিদরা শোভাযাত্রায় অংশ নেন।