বৈষম্যবিরোধী আন্দোলনে গণঅধিকার পরিষদের ঐক্যবদ্ধ পদক্ষেপ: চাঁপাইনবাবগঞ্জে তৃণমূল কর্মীদের সঙ্গে আলোচনা
বৈষম্যবিরোধী আন্দোলন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্রে বৈঠক করেছেন

স্টাফ রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জ: বৈষম্যবিরোধী আন্দোলন এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চাঁপাইনবাবগঞ্জে গণঅধিকার পরিষদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা একত্রে বৈঠক করেছেন।
বৈঠকে ২০১৮ থেকে ২০২৪ সালের নেতাকর্মীরা একযোগে তৃণমূল পর্যায়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই ঐক্যবদ্ধ উদ্যোগে বৈষম্যবিরোধী আন্দোলনকে আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
বৈঠকে গণঅধিকার পরিষদ সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাকিব আলি বলেন, "তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে আমাদের একসঙ্গে কাজ করতে হবে। বৈষম্যের বিরুদ্ধে প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে এবং দলমত নির্বিশেষে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।"
এরপর গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আল-আমীন বলেন, "আমরা বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে একটি সমতাভিত্তিক সমাজ গড়ার স্বপ্ন দেখি। এ লক্ষ্য অর্জনে তৃণমূল থেকে শীর্ষ পর্যন্ত সকলকে একযোগে কাজ করতে হবে। গণঅধিকার পরিষদ সবসময় সাধারণ মানুষের অধিকারের পক্ষে কাজ করে যাবে এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে।"
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সমন্বয়ক কানিজ কুররাতুল আইনও তৃণমূল পর্যায়ের উদ্যোগগুলোকে গুরুত্ব দেন এবং সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেন।
নেতাকর্মীরা বৈঠক শেষে বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা প্রণয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ গণঅধিকার পরিষদের ঐক্যবদ্ধ অবস্থানকে আরও শক্তিশালী করবে।