চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে তিন'জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর ও শিবগঞ্জ উপজেলায় মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে বজ্রপাতে ৩ জন নিহত হয়েছেন।
নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার টিকরামপুর মধ্যপাড়া মহল্লার মেঘু মন্ডলের ছেলে মো. খাইরুল ইসলাম (৪৫), শিবগঞ্জ উপজেলা ছত্রাজিতপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হঠাৎপাড়া গ্রামের বেলাল উদ্দিনের ছেলে জালাল উদ্দিন কালু (৭০) ও একই উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের নয়ালাভাঙ্গা-সুন্দরপুর গ্রামের সাইদুর রহমান ওরফে বিশু হাজির ছেলে তাসবুল আলী (৪৮)।
নিহতদের মধ্যে খাইরুল ও জালাল উদ্দিন পৃথক স্থানে ধান কাটার সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলেই মারা যান। অন্যদিকে তাসবুল সদর উপজেলার বারঘরিয়া লক্ষ্মীপুর এলাকায় মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে তিনটি গরুসহ মারা যান।