চাঁপাইনবাবগঞ্জে শিশু ও তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
চাঁপাইনবাবগঞ্জে এক শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে সদর ও ভোলাহাট উপজেলা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।
সদর উপজেলার মহানন্দা নদীর রাবার ড্যামের পাশ থেকে মোবাশ্বির ওরফে রাব্বিল (২) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করে সদর মডেল থানা পুলিশ।
রাব্বিল শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের বলিহারপুর গ্রামের মোজাফফর আলীর ছেলে।
অন্যদিকে ভোলাহাটে মো. আব্দুল্লাহ (২০) নামে আরেক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণ উপজেলার কাশ্মীরপাড়ার মো. হাসান আলীর ছেলে।
এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান জানান, সকালে মহানন্দা নদীর রাবার ড্যামের পাশে পানিতে শিশু মোবাশ্বির ওরফে রাব্বিলের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার জানান, খালার বাড়ি কাশিয়াবোনায় থাকতেন তরুণ আব্দুল্লাহ। গত রোববার রাতে হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। সকালে একই এলাকার একটি আমবাগান থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।