চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে

কপোত নবী,চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। ‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ প্রতিপাদ্যে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫।
রোববার (২৫ মে) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এ ভূমি মেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানাসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ভূমি মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
প্রধান অতিথি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদসহ অন্যান্য অতিথিগণ ও ভূমি সেবা গ্রহিতা, শিক্ষার্থীদের সাথে বিভিন্ন স্টল পরদির্শন ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মেলায় রয়েছে ভূমিসেবা স্টল, অডিও-ভিডিও উপস্থাপনা, তথ্যবহুল বুকলেট বিতরণ, কুইজ প্রতিযোগিতা, গণশুনানি, মতামত ও পরামর্শ গ্রহণ, ভূমি আড্ডা ও সেমিনার। মেলার সবচেয়ে বড় আকর্ষণ হিসেবে আছে-জেলা প্রশাসনের এবং উপজেলা ভূমি অফিসের যৌথ আয়োজনে ৬টি স্টল।
যেখানে জেলা ও উপজেলা ভূমি অফিসের ভূমিসেবা, জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখা ও রেকর্ড রুম, জরিপ এবং রেজিস্ট্রেশন সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। এছাড়াও দেশের যেকোনো প্রান্তের নাগরিকরা এই মেলা থেকে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদনসহ অন্যান্য ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন। ভূমি ব্যবস্থাপনায় জনগণের সরাসরি অংশগ্রহণ ও সেবাপ্রাপ্তির অভিজ্ঞতা আরও সহজ ও ডিজিটাল করার লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়।
মেলার প্রথম দিনে ভূমি সেবা গ্রহিতাদের হাতে ই-নাম জারি খতিয়ান ওডিসিআর, ভূমি অধি গ্রহনের চেক ও ভূমি রেকর্ডীও খতিয়ানের জাবেদা কপি সরবারাহ করেন প্রধান অতিথি। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।
মেলায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ইকতেখারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার আঞ্জুমান সুলতানা।
এসময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ. আজাহার আলী, নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা সরকার। মেলার উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা শেষে ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। আগামী ২৭ মে মেলার সমাপনি হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।