পথ শিশুদের নিয়ে-আলোকিত ভবিষ্যৎ

রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক নামক একটি সেচ্ছাসেবী সংগঠন পথ শিশুদের নিয়ে আজ ১৪ই ফ্রেব্রুয়ারী বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীতে একটি বিশেষ দিন পালন করেছে

পথ শিশুদের নিয়ে-আলোকিত ভবিষ্যৎ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক নামক একটি সেচ্ছাসেবী সংগঠন পথ শিশুদের নিয়ে আজ ১৪ই ফ্রেব্রুয়ারী , বাংলাদেশ শিশু একাডেমী, রাজশাহীতে একটি বিশেষ দিন পালন করেছে ।

এই প্রোগ্রামটির নাম রাখা হয় আলোকিত ভবিষ্যৎ । সকাল ১০থেকে সমাজের কিছু সুবিধা বঞ্চিত/ পথ শিশুদের নিয়ে প্রতিযোগিতা মুলক খেলার আয়োজন করা হয় ( যেমনঃ মোরগ লড়াই, চেয়ার দখল ও দোড় প্রতিযগিতা )। দুপুর ১২টা পর্যন্ত ৭ ধরনের প্রতিযোগিতা মুলক খেলা আয়োজন করে রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক ।

খেলা শেষে বাচ্ছা দের সকালের নাস্তা দেওয়া হয় । এরকম খেলায় অংশগ্রহন করতে পেরে বাচ্চারা অনেক বেশি আনন্দিত । ১২ টার পর পথ শিশুদের মনের কথা শোনা হয় নামায বিরতি পর্যন্ত । ২টার পর পথশিশুদের নিয়ে কবিতা, নাচ ও গানের মাধ্যমে আয়োজন আরো জক জমক করে তোলে ,দুপুর ৩টার পর পুরস্কার বিতরণ করে ওদের খাবার দিয়ে কর্মসূচি সমাপ্ত করা হয় ।

সংগঠনের প্রধান উপদেষ্টা আবু সুফিয়ানের নেতৃত্বে, প্রোগ্রামে উপস্থিত ছিলেন রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক এর আহ্বায়ক আব্দুল করিম দোয়েল , উপদেষ্টা- উদয় খান সহ আরো অনেকেই । পথশিশুদের সাথে কথা বলে যানা যায় তারা এরকম ভিন্ন রকম একটা আয়োজন পেয়ে অনেক উচ্ছাসিত, একটা দিন তাদের অনেক ভালো কেটেছে । ভবিষ্যৎ এ তারা আরো এধরনের আয়োজনে আসতে চায় । দিন গুলা উপভোগ করতে চায় । রাজশাহী ভলেন্টিয়ার্স নেটওয়ার্ক এর কয়েকজন সেচ্ছাসেবীদের সাথে কথা বলে যানা যায় তাদের এধরনের আয়োজন ভবিষ্যৎ এ অব্যহত থাকবে এবং তারা সফল ভাবে এরকম আয়োজন শেষ করতে পেরেছে ।