বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ টিম বগুড়া জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারী গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ টিম বগুড়া জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি: কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানাধীন সোনাইগাজী উত্তর পাড়ার আজিজার রহমানের ছেলে রনি মিয়া (৩৪) ও একই জেলার শিমুল বাড়ী মিয়াপাড়ার আব্দুল হাকিম আলীর ছেলে আসাদুল হাবিব দুলু (২৪)।
সোমবার (১৪ অক্টোবর )বেলা ১১ টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর বগুড়া হতে শেরপুরগামী মহাসড়কে চেক পোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশী করে ১৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শেরপুর থানাধীন হাজীপুর বগুড়া হতে শেরপুরগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশী করে অভিনব কায়দায় মাদক পাচারকালে ১৮ কেজি গাঁজা উদ্ধারসহ দুই মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে