শিবগঞ্জে দুটি রাস্তা ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন শিমুল এমপি
শিবগঞ্জে পৌনে ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আদিনা সরকারি কলেজ মোড় হতে সাতরশিয়া মোড় পর্যন্ত এবং দুর্লভপুর ইউনিয়নের হল মোড় চুটুর বাড়ি হতে খুরশেদ আহমেদের বাড়ি পর্যন্ত প্রায় পৌনে ২ কিলোমিটার রাস্তার উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার রাস্তা দুটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি গ্রামকে শহরে রূপান্তর করতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। তাই আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রীকে আবারো ক্ষমতায় আনতে হবে।
অনুষ্ঠানে দুর্লভপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আরো বক্তব্য দেনÑ চাঁপাইনবাবগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোজাহার আলী প্রামাণিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নজমুল কবির মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক তোহিদুল আলম টিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রিজভী আলম রানা ও সাবেক ছাত্রনেতা আহমেদ মারজুক মিঠুন বিশ্বাসসহ সরকারি কর্মকর্তা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
রাস্তা দুটি নির্মাণে ব্যয় হবে প্রায় দেড় কোটি টাকা। রাস্তা দুটি নির্মাণ করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ।