জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সেন্টু সম্পাদক শামীম

গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন এই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলন

জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি সেন্টু সম্পাদক শামীম

যাত্রী পরিবহন মালিকদের সংগঠন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচন (২০২৪-২৬) শনিবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলাশহরের বিশ্বরোড মোড়ে সংগঠনটির কার্যালয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হয়।

সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯টি পদের বিপরীতে দুটি প্যানেলে মোট ৩৮ জন প্রার্থী বিভিন্ন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার মধ্যে সভাপতি পদে আমিনুল ইসলাম সেন্টু বাস প্রতীকে ৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. মোখলেসুর রহমান ছাতা প্রতীকে পেয়েছেন ৭৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে চেয়ার প্রতীকে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন খালেকুজ্জামান শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদুর রহমান নান্নু উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৭১ ভোট।

এছাড়া সিনিয়র সহসভাপতি পদে মোমবাতি প্রতীকে ৯৬ ভোট পেয়ে মো. আব্দুল কাদের, সহসভাপতি পদে আম প্রতীকে ৯১ ভোট পেয়ে নিয়ামত খাঁন, যুগ্ম সম্পাদক পদে ফুটবল প্রতীকে ৮৩ ভোট পেয়ে কায়সার মেনন, সহসম্পাদক পদে টেবিল প্রতীকে ৮৪ ভোট পেয়ে আব্দুর রাকিব, কোষাধ্যক্ষ পদে হাতি প্রতীকে ৮৮ ভোট পেয়ে আনোয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে হাত পাখা প্রতীকে ৮৮ ভোট পেয়ে আশিকুর রহমান, এবং দপ্তর সম্পাদক পদে দেয়ালঘড়ি প্রতীকে ১০১ ভোট পেয়ে গাজী মো. আল মামুন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য পদে ৮৮ ভোট পেয়ে আনোয়ার পারভেজ, ৮৫ ভোট পেয়ে আহাদ আলী, ১০০ ভোট পেয়ে ইব্রাহিম আলী, ৮২ ভোট পেয়ে নজরুল ইসলাম, ৮৯ ভোট পেয়ে নাসিরুজ্জামান, ৮৫ ভোট পেয়ে বাবুল হোসেন বাবু, ৯৭ ভোট পেয়ে মজিবুর রহমান, ৮৫ ভোট পেয়ে মনিরুল ইসলাম, ৮৫ ভোট পেয়ে শামসুল ইসলাম শফিকুল ও ৮৫ ভোট পেয়ে শাহ আলম মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন।

গণনা শেষে এই ফলাফল ঘোষণা করেন এই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল হক দোলন।

শনিবার সকাল থেকেই শহরের বিশ্বরোড মোড়ে জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের নিজস্ব ভবনের সামনে প্রার্থীদের কর্মীরা উৎসবমুখর পরিবেশে নিজ নিজ প্রার্থীর পক্ষে ব্যানার ফেস্টুন নিয়ে স্লোগানে মুখরিত করে রাখেন। ভোটাররা শান্তিপূর্ণভাবে তাদের ভোট প্রদান করেন। এবার ভোটার ছিলেন ১৬৯ জন। তাদের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ১৬৮ জন। এর মধ্যে থেকে ১২টি ভোট বাতিল হয়ে যায়।