শিবগঞ্জে প্রয়াত শিক্ষকের জন্য দোয়া মাহফিল
উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোবদুল হক স্মরণে দোয়া মাহফিল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোবদুল হক স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ মাগরিব শেখটোলা মোড় ডক্টরস চেম্বারে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয।
এতে উপস্থিত ছিলেন উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, প্রধান শিক্ষক সাইরন আলি, সহকারী শিক্ষক সারওয়ার জাহান, লক্ষিপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক, পল্লী চিকিৎসক ডা. নুরুল ইসলাম, ডা. গোফুর উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।
দোয়া পরিচালনা করেন উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আব্দুল খালেক। দোয়া মাহফিলের আয়োজন করেন উজিরপুর বাবুপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডা. এস এম মহিউদ্দিন মুরাদ।
উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে নিজ বাসায় ইন্তেকাল করেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক জোবদুল হক।