শিবগঞ্জ সীমান্তে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে
নিজস্ব প্রতিবেদন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়ন অসহায় ও হতদরিদ্র ৩০০জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩জানুয়ারী) দুপুরে শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাখোরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৯ বিজিবির উপ-অধিনায়ক এস এম ইমরুল শীতার্তদের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন,চৌকা বিওপির নায়েক সুবেদার ধীরেন্দ্রনাথ,কিরণগঞ্জ বিওপি নায়েক সুবেদার সাইফুল রহমান,ইউপি সদস্য কামাল ও বাদশাসহ অন্য কর্মকর্তারা।
মহানন্দা ব্যাটালিনের (৫৯ বিজিবির) উপ অধিনায়ক এসএম ইমরুল বলেন,ঘন কুয়াশা আর কনকনে শীতে কাঁপছে অনেক অসহায় হতদরিদ্র মানুষ।এই সব শীতার্তদের মাঝে আমরা শীতবস্ত্র বিতরণ করছি।
তিনি আরও বলেন,সীমান্তে কোনো ধরণের অবৈধ চোরাকারবারি হতে দেওয়া যাবেনা। শীতার্ত মানুষসহ সবার সহাযোগিতা চান।